কবিতা : “আজও আমরা যান্ত্রিক চরিত্রমাত্র / কখনও রঙিন কখনও বা সাদাকালো।”

আবির সরকারের কবিতা

খ!
জীবন থেকে মহাজীবনের উন্মেষে, কিংবা কিঞ্চিৎ শ্লেষে ধিক্কারে মহানবী, নাকি ঠগি?
দ্বিধাগ্রস্ত জীবনাচরিত হতে হতাশ অলসকল্প
কখনবা ক্ষুব্ধ, মননশীলতায় ঝরো আমেজ
সবই চারপাশে, দিগ্বিদিক আগুন
অথচ আবিষ্ট অবসাদে।

ভাবপ্রকাশে রম্যরচনা, ভলেবেসে কবি
গুড়িয়ে দেওয়ার অঙ্গীকার, ভূমিকায় স্ব-সমালোচক (!)
পার্থক্য শুধু পর্বে, উদ্ধত খুনি – অপটু ধর্ষক
বিমর্ষ দেহ-ছবি।

তাই বেঁচে থাকার একাঙ্ক নাটকে, চাই নর্তকী
অর্থব্যয়ে, স্পর্শ শিহরণে, আত্মকেন্দ্রিক আবহে
অশ্লীল – শ্লীলতামাখানো অনুভূতি।

ভুলতে বসেছি, নকশী কাঁথার সেই ফেলে আসা মাঠে
আজও আমরা যান্ত্রিক চরিত্রমাত্র
কখনও রঙিন কখনও বা সাদাকালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *