ব্রা প্যান্টি জাঙিয়া নিয়ে সমাজের সম্মোহন কাটাতে দিল্লিতে নাটকীয় প্রতিবাদ

হোস্টেল জীবন নিয়ে দিল্লির কমলা নেহরু কলেজ এর মেয়েদের তৈরি একটা নাটকে ব্রা, প্যান্টি ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছিল বলে সেটাকে বাতিল করার সুপারিশ করেছিল দিল্লি সরকারের সংস্কৃতি বিভাগের অন্তর্গত সাহিত্য কলা অ্যাকাদেমি। ছাত্রীরা এবং ‘পিঁজরা তোড়’ নামে একটি জোট এর প্রতিবাদে দেওয়ালের গায়ে ব্রা, প্যান্টি ইত্যাদি অন্তর্বাস ঝুলিয়ে একটা রাজনৈতিক পারফরমেন্স করে যার নাম দেওয়া হয়, “অ্যান ওড টু ব্রা, প্যান্টি এন্ড দ্য সাহিত্য কলা অ্যাকাদেমি”। পরে দিল্লি সরকারের সংস্কৃতি মন্ত্রী সাহিত্য কলা অ্যাকাদেমিকে ওই নাটকটিকে বাতিল না করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। নিচে পিঁজরা তোড়ের বক্তব্য, সংক্ষেপিত, তাদের ফেসবুক পৃষ্ঠা থেকে নেওয়া। ছবিও তাদের ফেসবুক পৃষ্ঠা থেকে নেওয়া।

Sahitya Kala Parishad, the cultural wing of the Delhi Government has suggested disqualifying a student production on lives of hostel women by Kamla Nehru College dramatics society on the grounds that the play uses words like “bra and panty” which according to them is worse than cuss words. The burden of ‘respectability’ is constantly imposed on the lives of women students, this respectability is one of the frames through which a deeply casteist national culture is reinforced. What happened at Sri Ram Centre is not an isolated case, these incidents are pervasive in our university spaces and homes, be it an order banning “drying of underwears in hostel corridors” or the shame and sexualisation of certain parts of our bodies or the issuing of show cause notices ti students who had put up sanitary pads on college walls to initiate a conversation on menstruation.

……..

To initiate a conversation on this and to register our protest against Sahitya Kala Academy, a group of women students gathered inside Sri Ram Centre today evening as the closing ceremony of Mahavidhyalay Natak Samaroh took place, for “An Ode to Bra, Panty and the Sahitya Kala Academy”. We came together to share our stories, our everyday tales, that are constantly censored, silenced, ridiculed and often erased.

#pinjratod

Save

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *