আরজিকর-এর মর্মন্তুদ ঘটনা ও তারপর বাংলা জুড়ে অভূতপূর্ব চলমান প্রতিবাদের প্রেক্ষাপটে নানা সংলাপ (১)
তবে সমাজের পিতৃতান্ত্রিক অভ্যেস বদলানোর জন্য এগুলো যথেষ্ট নয়; তার জন্য লাগাতার মেয়েদের দিক থেকে দেখা, বিশ্লেষণ করা, মেয়েদের নেতৃত্বে সমাজরাজনৈতিক প্রচার আন্দোলন সংগঠন, ও সর্বোপরি উন্নয়ন ও ক্ষমতার সমস্ত ক্ষেত্রে মেয়েদের ছেলেদের সমান অংশীদারি বা সমতা ছাড়া সমাজের দীর্ঘলালিত পিতৃতান্ত্রিক অভ্যেস পরিবর্তন অসম্ভব। রাত-দখল একে সজোরে ধাক্কা দিয়ে এগিয়ে দিয়েছে, সেই ধাক্কাকে ছোটো ছোটো ঢেউ-এর মতো করে সমাজের মধ্যে রেখে যাওয়ার কাজ সামনে।