ওয়েনাড় বিপর্যয় অসমতাকে বেআব্রু করেছে : মাধব গ্যাডগিল
আমাদের প্রতিবেদনের থিম ছিল যে ভারত সহ যে কোনও দেশকে চারটি মূলধনের স্টক হিসাবে দেখা যেতে পারে, যথা, প্রাকৃতিক (জল, গাছপালা, জীববৈচিত্র্য, কৃষি, পশুপালন, মাছ উৎপাদন), সামাজিক (সহযোগিতামূলক আচরণ, নিরাপত্তা বোধ) , মানব (শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান) এবং মানবসৃষ্ট মূলধন। ভারত একচেটিয়াভাবে প্রাকৃতিক, মানবিক এবং সামাজিক মূলধনের বিনিময়ে উচ্চ ভর্তুকিতে মানবসৃষ্ট মূলধন গড়ে তোলার দিকে মন দিয়েছে।