‘জাস্টিস-ফর-আরজিকর’ জনজাগরণের প্রেক্ষাপটে নানা সংলাপ (৪)
জুনিয়র ডাক্তাররা সরকারের প্রাত্যাহিক কাজকর্মের লাইভ স্ট্রিমিং চাননি। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হবে, তার লাইভ স্ট্রিমিং চেয়েছেন। কারণ, সাধারণতঃ দেখা যায়, এইরকম মিটিং শেষে সরকারের প্রতিনিধিরা বলে দেন, আলোচনা সদর্থক হয়েছে, সব মিটে গেছে।… যে সমস্ত প্রতিনিধিরা ভেতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করতে গেলেন, তারা সেখানে কী বললেন, সেই নিয়ে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় আন্দোলনকারীদের মধ্যে। সরকারের তরফ থেকেও চেষ্টা থাকে, ভেতরে কি কথা হয়েছে তা নিয়ে মিথ্যে কথা প্রচার করে আন্দোলনকারী এবং তাদের প্রতিনিধিদের মধ্যে অবিশ্বাস তৈরি করতে। অনেক সময় প্রতিনিধিদের কিনেও নেয় সরকার। ফলে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক আজকের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে লাইভস্ট্রিমিং করার দাবি মোটেও অন্যায্য নয়।