মণিপুরে দুর্ভাগ্যজনক জাতিদাঙ্গা ও তার প্রেক্ষাপট : নথিভিত্তিক কালপঞ্জী (৩১ আগস্ট ২০১৫ – ৪ মে ২০২৩)

উত্তর-পূর্ব ভারতের অন্যান্য জায়গার মতোই মণিপুর রাজ্য-র খবর যেহেতু নিয়মিত এখানকার সংবাদমাধ্যমে বা জাতীয় সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় না, বা কেন্দ্রীয় ক্ষমতার রাজনীতির তরজার অঙ্গ হিসেবে প্রকাশিত হয়, তাই মণিপুরের চলমান জাতিহিংসাকে মিডিয়ায় দেখা এবং দেখানো হচ্ছে “চীন বনাম ভারত”, “বিজেপি বনাম কংগ্রেস”, “হিন্দু বনাম খ্রীষ্টান” ইত্যাদি দ্বৈত দিয়ে। এগুলি সবই মাটির ঘটনাকে এরোপ্লেন থেকে দেখে বর্ণনা করলে যেমন লাগে, তেমনই হাস্যকর। তবে কি মণিপুরের এই জাতিহিংসায় কোনও দ্বৈত নেই? সম্ভবতঃ আছে।