বন্দী কাশ্মীর : সরেজমিনে তথ্যানুসন্ধান (৯-১৩ আগস্ট) রিপোর্ট

সিপিআইএমএল নেত্রী কবিতা কৃষ্ণান, অর্থনীতিবিদ জঁ দ্রেজ, এআইডিডাব্লুএ-র মৈমুনা মোল্লা ও এনএপিএম-এর বিমল ভাল – এই চারজনের একটি প্রতিনিধি দল কাশ্মীরে গেছিলেন সেখানকার প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। সেখান থেকে ফিরে এসেই, ১৪ আগস্ট, দিল্লীতে সংবাদ সম্মেলন করে তাঁরা তাঁদের রিপোর্ট প্রকাশ করেছেন। কিন্তু সেখানে কাশ্মীরের মানুষের বয়ান সম্বলিত ভিডিও প্রদর্শন করতে দেয়নি দিল্লীর পুলিশ প্রশাসন।