করোনা ও পরিযায়ী শ্রমিক : মিডিয়ার আন্তরিকতা, সরকারের নিষ্ঠুরতা ও বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা ইতিহাসে লেখা থাকবে

৩১ মার্চ সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতার কথায় সন্তুষ্ট হলেন। এবং ভারত সরকারের পক্ষে রায় দিলেন। ফেক নিউজ আটকাবার রাস্তায় শ্রমিক প্রকৃত অর্থেই ফেক হয়ে রইল। ২ এপ্রিল স্বরাষ্ট্র দপ্তর সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ সহ সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ পাঠালো, যেন শ্রমিকদের নিয়ে একটিও ফেক নিউজ প্রকাশিত না হতে পারে।

করোনা ও সুরাতের হীরের গয়না

হিসেবটা এরকম, ন্যুনতম পরিযায়ী শ্রমিক দিয়ে ১২ ঘন্টা খাটিয়ে বিল্ডিং-গুলো বানিয়ে নেওয়া। পালিশ কাটিং আপাততঃ বন্ধ থাক। হীরে বুর্জোয়ারা, দেশে যাতে আর কাঁচা হীরে না ঢোকে পালিশের জন্য, তার জন্য কেন্দ্র সরকারের কাছে তদ্বির করে ফেলেছে। আর স্টিমুলাসের দাবিও করা হয়ে গেছে, এই বারো ঘন্টা খাটানো হচ্ছে যাদের জোর করে ধরে রেখে, তাদের মাইনে বাবদ।