প্রশ্নোত্তরে প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের যুদ্ধ (২০২৩) : যুদ্ধ শুরু হল কেন?

রাষ্ট্রসংঘের মহাসচিব সম্প্রতি বলেছেন, হামাসের হামলা আকাশ থেকে পড়েনি, তার কারণ আছে, তা হল প্যালেস্তিনীয়দের দম আটকানো ইজরায়েলি অবরোধ। আমাদের ভারতবাসীদেরও প্যালেস্তিনীয় মুক্তি সংগ্রামকে সামগ্রিকভাবে সমর্থন করা প্রয়োজন। ঔপনিবেশিক শাসনে দুশো বছর কাটানো এবং সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তার থেকে মুক্তির ইতিহাস আছে আমাদের, ফলে তা বিস্মৃত না হলে আমাদের প্যালেস্তিনীয়দের প্রতি সহানুভূতিশীল হওয়া স্বাভাবিক।