মণিপুরের মিডিয়া পক্ষপাতদুষ্ট আচরণ করেছে জাতিদাঙ্গার দিনগুলিতে — বলল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া-র রিপোর্ট
একজন সাংবাদিক প্রতিনিধিদলকে বলেন, “প্রথমদিকে ইম্ফলের বয়ানগুলি ছিল এরকম — দাঙ্গাটা শুরু করেছে আত্মসমর্পণ করা কুকি জঙ্গীরা যাদের সঙ্গে কেন্দ্র সরকার শান্তি-চুক্তি করেছে। তারপর তারা বলল, দাঙ্গার জন্য দায়ী মায়ানমার সীমান্ত জুড়ে কুকি এলাকায় ড্রাগ কার্টেলগুলি এবং আফিম-চাষিরা। তারপর হঠাৎ তারা বলতে শুরু করল, হিংসার জন্য দায়ী মায়ানমার থেকে বন্দুক নিয়ে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা যারা বনাঞ্চলগুলিতে বাসা বানাতে শুরু করেছে। তারপর তারা এর একটা নাম দিল — নার্কো-টেররিজম।”