“নতুন’ বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের নিশ্চয়তা চায় মানুষ’
প্রতিষ্ঠানগুলো দাঁড় করানো। সংবিধানসহ রাষ্ট্রকাঠামোর মৌলিক জায়গাগুলোতে গণতান্ত্রিক ধরনের সংস্কার করা। সামনে যেন হাসিনার মতো ভয়াবহ কিছুর মোকাবিলা না করতে হয়, ফ্যাসিজমের জন্ম না হয়, তা প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের ভেতর দিয়ে নিশ্চিত করা। আদালতকে স্বাধীনভাবে চলতে দেওয়া, প্রেসকে প্রেসের মতো কাজ করতে দেওয়া। সামগ্রিক একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ। যেটা নিশ্চিত হলে আর্থিক অনেক ব্যাপার এমনিতেই সমাধান হয়ে যায়।