প্রশ্নোত্তরে প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের যুদ্ধ (২০২৩) : প্যালেস্তাইনের মুক্তি-সংগ্রাম কি মধ্যপ্রাচ্যে ইসলামিক রাজনীতির বোড়ে হয়ে যায়নি ?
প্যালেস্তিনীয় মুক্তি-সংগ্রাম ইসলামিক রাজনীতির আভ্যন্তরীন বিষয় নয়, বরং তা ছাপিয়ে। তা একটি জাতিসত্ত্বার বিলীন হয়ে যাবার বিরুদ্ধে সুদীর্ঘ, কষ্টকর এবং আত্মত্যাগে পরিপূর্ণ এক লড়াই। সেই কারণেই পৃথিবীর নানা দেশের বহু মানুষ, যারা প্যালেস্তিনীয় নয়, ইসলামিস্ট নয়, মুসলিম নয় — তারাও প্যালেস্তিনীয় মুক্তি-সংগ্রামের সংহতিতে রয়েছে। সারা পৃথিবীতে বহু মিছিল তারা করে চলেছে, যেগুলি শুধু ইজরায়েলের নৃশংস যুদ্ধ (২০২৩) বন্ধ করার দাবি তুলেই ক্ষান্ত থাকছে না, একইসাথে প্যালেস্তাইনকে ইজরায়েলের অবরোধমুক্ত করার দাবিও তুলছে।